আজ আমার মন ভালো নেই
তোমরা বলছ কথা,
আজ আমার মন ভালো নেই
মনে আমার ব্যথা।
আজ আমার মন ভাল নেই
সকল কিছু ফ্যাকাসে,
আজ আমার মন ভালো নেই
বিষাদ যেন চারপাশে।
আজ আমার মন ভালো নেই
কারো কথা ভালো লাগে না,
আজ আমার মন ভালো নেই
হৃদয় মাঝে কান্না আর থামে না।
আজ আমার মন ভাল নেই
যতই বলো হাসতে,
আজ আমার মন ভালো নেই
পারব নাকো হাসতে।
আজ আমার মন ভালো নেই
সবাই তোমরা হাসো,
আজ আমার মন ভালো নেই
আমায় ছাড়া সবাই ভালোবাসো।