আসলো আঁধার জমলো কালো
হয়ে গেল সব অন্ধকার,
এমন ক্ষণে হল যেন
তোমার আমার অভিসার।

কাঁদে পরান কাঁদে আঁখি
কেমন যেন লাগে,
অভিসারের এই মধু ক্ষন
হায় আসেনি কেন আগে?

কত কথা জমিয়ে রাখা...
ভেবেছি, কব আজি ক্ষণে
এমন ক্ষণে এলো আঁধার
কথা হল না তোমার সনে।