আঁধার গুলি ঐ যে দূরে
জমছে যেন অন্ধকারে
কঠিন হতে আরো কঠিনতর
হচ্ছে তারা ভয়ঙ্করো
সব ছেয়ে যাচ্ছে যেন
আলোর পরশ ক্ষীণ।

এমনি ভয়াল আঁধার রাতে
নাই যে প্রদীপ আপন হাতে
ভয়ে ভয়ে কাটছে নিশি এই
এ যেন গো কঠিন রাতি সেই।

হৃদয় মাঝে আজি মরছে আশা
প্রকাশিবার নাই যে ভাষা
আঁধার সে তো আসছে ধেয়ে প্রাণে
সব বুঝি আজ শেষ হবে এই খানে।

তবু যেন আপন হৃদয়
আপন আলো জ্বেলে
দিতে চায় আঁধার টারে ঠেলে।
হয় নারে হয়না তাহা যেন
আঁধার ধেয়ে আসছে ছেয়ে
আলোর পরশ ক্ষীণ।

আঁধার ধেয়ে আসছে ছেয়ে" এই কবিতা টা একটি রূপক কবিতা।আমাদের সামাজটা আজকাল আধারে ছেয়ে যাচ্ছে। তবুও আমরা আলো দেখতে চাই।