আমার মাঝে তোমার আবার
কবে হবে আসা
কবে আবার হবে মিলন
হবে অনন্ত ভালবাসা।
আশায় আশায় পথ চেয়ে রই
তোমার না পাই দেখা
এমনি চলেছি দুঃখ লয়ে গো
হায় এই ছিল কি ললাট লেখা?
পরশ তোমার শুধুই মাগি
আপন মনে মনে
হয়না পাওয়া তাই যেন গো
হৃদয় কেঁদে মরে।
দাও নাগো তুমি একটু দেখা
একটু খানি হেসে
দাও নাগো তুমি ভরিয়ে মোরে
আগের মত ভালবেসে।