আবার যখন এলে ফিরে
যেও নাকো আর দূরে
স্মৃতিরা আর যেন
নাহি কাঁদায় মোরে
চলে যাওয়া তোমায় মনে করে।

আঁধারে ঢাকা নিশি
আজি প্রভাতে উঠিল হাসি
এমন ক্ষণ খানি
চিরদিন রেখো
ভালবেসে আপনার
কাছে মোরে ডেকো।

বিরহের ক্ষণ মোর
বিষাদে ছিল ভরে
তাই ডাকি নি তোমায় ওগো
অভিমান করে।
আজি এলে ফিরে
আপনা হতে
ঘুচালে আঁধার মোর
এই নব প্রাতে।

চির জনম জনমান্তরে
এমনি থেকো
ভালবেসে আপনার
কাছে মোরে ডেকো।