ভুতের বাপের হচ্ছে শ্রাদ্ধ, দান-ধ্যানের নেইকো শেষ
হরেক রকম খাবার দাবার,অনুষ্ঠান সেথায় চলছে বেশ,
দাদু-দিদা, কে নেই সেথা !
পশু-পক্ষী সব হাজির হোথা,
ঢোল –ডগর-খোল বাজছে দুম-দুমা-দুম, সাথে হরিনামে ভাসছে পরিবেশ ।।  

               *****