ভূত চতুর্দশীর রাতে…..
সব  কিছুতেই হচ্ছে গন্ডগোল,
অন্ধকারে সে সব প্রমাণ মিলেছে যে হাতে-নাতে
জ্বলছে চোখ, বিকট স্বরে বলছে হরিবোল।

তাক ধিনা-ধিন, ভীষণ সে নাচ
বেজায় তালে উঠোন বাড়ি কাঁপছে থর-থর-থর,
খি..খি..হাসিতে ঝুলছে ভূত-প্রেত এ গাছ ও গাছ
ভাঙছে ডাল মড়-মড়-মড়।

শিবের চরেদের কাণ্ড-কারখানায় সব
কালো-কুয়াশা জমাট বাঁধে রণ-দুন্দুভির তানে,
যখন জ্বলে ওঠে দীপাবলির আলো, ওঠে ঝলমল রব
তখন সে তাণ্ডব জেগে ওঠে মানবের প্রাণে, নাচে-গানে।।
             *****