জীবনের চলার পথে
সম্মুখে বাধা হয়ে দাঁড়ায় অনেক সমস্যা
বিঘ্নিত হয় বিভিন্ন কাজকর্ম
খুঁজে পাওয়া যায় না চলার সঠিক পথ।
সমস্যা সমাধানে, সমস্যা থেকে মুক্তি পেতে
ভেবেচিন্তে নিতে হবে নিজেকে সঠিক সিদ্ধান্ত
নিতে হবে সঠিক ভাবে সংপৃক্ত করে রাখার দৃঢ় সংকল্প
যাতে ভুল সিদ্ধান্তের কারণে পথ না হয় পিচ্ছিল।
“ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”
এই সূত্র মনে গেঁথে যদি অগ্রসর হওয়া যায়
জীবনের চলার পথে সমস্যার হবে অবসান
দুর হবে সমস্যায় জর্জরিত ভুল সিদ্ধান্তের অবদান।
তাই, একবার নয়, দু’বার নয়
ভাবতে হবে বহু বহু বার
সিদ্ধান্ত আছে কি সঠিক?
না হলে বিপর্যস্ত হয়ে পড়বে পুনর্বার।
ভুল সিদ্ধান্তের ফলে ঠকতে হয়, প্রতারিত হতে হয়
মনে-প্রানে হতে হয় দংশিত
তাই, সৎজনের কাছে পরামর্শ নিয়ে
বিবেকের সাথে সিদ্ধান্তকে করতে হবে সুপ্রতিষ্ঠিত।
***