পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে জন্ম নিলেন সুনীতি কুমার
ধন্য হল ১৮৯০ সালের ২৬শে অক্টোবরের মহাক্ষণ
একধারে শিক্ষক, পণ্ডিত, সাহিত্যিক, ভাষাতত্ত্ববিদ
অন্যধারে ভাষাচার্যের সম্মানে ভারত সরকারের ‘ পদ্মভূষণ’ ।
স্কটিশ চার্চ, প্রেসিডেন্সি, কোলকাতা বিশ্ববিদ্যালয়ে
অসাধারণ মেধাতে তিনি ছিলেন অনন্য
ইংরাজি শাস্ত্রে এম,এ, করেও বাংলা এবং
ভাষা সাহিত্যের গবেষণা জগতে তিনিই ছিলেন অগ্রগণ্য।।
রবীন্দ্রনাথের স্নেহধন্য তিনি, পেয়েছিলেন ‘ভাষাচার্য' উপাধি
লন্ডনের ফোনেটিক্স ডিপ্লোমা ও ডিলিট সম্মান
হিন্দু সাহিত্য সন্মেলনে থেকে প্রাপ্ত ‘সাহিত্য বনস্পতি’
চলে গেলেন ১৯৭৭ এর ২৯শে মে ভাষাসাহিত্যের মহান ।