এসেছিলে পাশে, দিয়েছিলে অনেক ভরসা
দেখিয়েছিলে নীল আকাশ, সবুজ ধানক্ষেত
অফুরন্ত আনন্দে ভরেছিল মন
বেসেছিলে ভালো,
ক্রমে ক্রমে হয়েছে তোমার  অস্তিত্বের প্রকাশ
বুঝেছি এটা ভালোবাসা নয়
গোপনে পিন ফোঁটানোর যন্ত্রণা।
নিছক কেন এ ছেলে খেলা!
বারবার বোঝাতে  চেয়েছি প্রকৃত ভালোবাসার অর্থ  
তবুও বোঝাতে পারিনি সে কথা, মনের আকুলতা।
ব্যর্থতার কষাঘাতে বারবার হয়েছি পরাজিত
তবু ছাড়িনি হাল
উপড়ে তুলে ফেলবো বেঁধানো আলপিন,
সইবো রক্তধারার সে অব্যক্ত ব্যথা,
তবু জানবো ভালোবাসা নয় ব্যর্থ
চলবে সমাজ আপন গতিতে
আলপিনের ক্ষত-স্থানে
পড়বে ভালোবাসার মলমের প্রলেপ।।
       *****