শুকনো গোলাপের পাপড়িগুলো
সযত্নে লালিত গীতবিতানের অলিন্দে
বসন্ত যে এসে গেছে
প্রকৃতির বাঁধা নিয়মের ছন্দে ।
কোকিলের কুহু কুহু রব
নব কিশলয়ের পাতায় পাতায়
রচনা করে ভালোবাসার গীতি
প্রজাপতি খেলে যায় গোলাপি মুগ্ধতায় ।
পলাশের রঙে লেগেছে দোল
চাঁদের প্লাবন মাখা ভালোবাসা
জ্যোৎস্নার আবিরে স্নাত হয়ে
শুকনো পাপড়ি পায় প্রাণের পরশ, মনে আশা ।
কৃষ্ণচূড়া-রাধাচূড়ার নৃত্যের তালে তালে
ভেসে আসে রবি ঠাকুর, মায়াবী সুরের রাগ
‘ভালোবাসি ভালোবাসি - এই সুরে কাছে দূরে’
স্মৃতির নীড় ওঠে-নামে, আসে নব অনুরাগ ।।