ভরিয়ে হৃদয় আকন্ঠ ভালবাসায়
সাক্ষী রেখে জীবনের স্ফুটিত আশায়
গোলাপ নয়, চাই বুনো কাঁটা ফুল
না হোক দামি, না থাক জাত-কুল ।
সবুজ প্রকৃতির ঘন বনরাজির মাঝে
হলুদ পাপড়িগুলো মেলে ধরে নব সাজে
নীল আকাশের দিকে যখন চেয়ে থাকে
সৌন্দর্য ঝরে পড়ে অপরূপতার বাঁকে ।
দেখো চেয়ে, ভালবাসার আর এক ফুল
না হোক দামি, ভাঙুক সবার ভুল ।।
******