শিমুল পলাশের রক্তিমতায়
এসেছে বসন্ত আঙ্গিনায়,
ভালোলাগার ছন্দে আকাশ
আবিরে ভরেছে বাতাস ।

মনের অন্তঃপুরের কথা
মধুর ধ্বনিতে বাজে,
সুরের তরঙ্গের হাসি
মন বলে ভালোবাসি ।

পিউকাহার কুহু রবে
উদাসী ফাগুনের  বীতরাগে,
মধুপ গুনগুন গায়
প্রজাপতি মাধুরীতে বায় ।

আমের মুকুলের গন্ধে
মাতাল হয় ভূবন,
ভরপুর প্রাণের হরষ
পেয়ে চৈত্রের পরশ ।

চাঁদের জোছনার আলোয়
জাগে জীবনের উচ্ছ্বাস,
নীরব ভালোবাসার আনন্দে
সোহাগের প্রীতি  সানন্দে ।

নির্মল গরবে সাজে
বনানীর নতুন রূপে,
জাগে আসার স্বপন
ভালোবাসার পূর্ণতার বপন ।।
          ***