দিকে দিকে জ্বলছে আলো
উৎসবের লেগেছে ছ’টা,
তারই মধ্যে ছড়িয়েছে বাতাসে  
করুণ সুর আর আর্তনাদের ঘনঘটা।
  
জ্বলছে  আগুনের লেলিহান শিখা
বলে চলেছে জলে ধুয়ে দাও ধোঁয়ার কালো,    
থামাও ব্যাভিচার, ছাড়ো  রাহাজানি
নিভাও  উৎসবের আলো।

আগে হোক আর্তনাদের প্রকৃত বিচার
আর কভু না ঘটুক দুরাভিসন্ধি,
বিচারের পর আসুক উৎসব
মুখোশধারীরা যেন আর আঁটতে না পারে ফন্দি।।

           ***