আলোর রোশনাই, ঝলমল চারিধার….
আবাল-বৃদ্ধ-বণিতা সবাই উচ্ছল,
উৎসবের মুখরতায় হই হই রব….
নতুন সাজসজ্জায় আলোর স্ফুরণে উজ্জ্বল।
শহর-গ্রাম প্রান্তে আছে সহায় সম্বল-হীন তারা….
মাতৃ-আঁচলে চাপা ছোট্ট শিশুর ক্রন্দন,
আলোক সজ্জার রং-বাহারি ঝলকানো আলো….
পারেনি ঘুঁচাতে তাদের অভিমানী মনের বন্ধন।
কাটিয়ে সকল পারিপার্শিকতার ঘাত-প্রতিঘাত.…
প্রস্ফুটিত হোক দুঃখে-ঘেরা প্রতিবন্ধকতার আয়না,
উৎসবের আমেজে দীপ-শিখার প্রজ্জ্বলনে….
আলোর সাজ ভরিয়ে তুলুক অভিমানী মনের বায়না।
*******