উড়ছে ঘুড়ি ওই আকাশে,
মনটা ছোটে আজ বাতাসে ।
আয়রে খোকা-খুকু যত অবুঝ,
চারিদিকে কত লাল-নীল-সাদা-সবুজ ।
রোদ-ঝলমলে রোদের আগুনে,
লাটাইয়ের জোরে ঘুড়ি ওড়ে ফাগুনে ।
ভো-কাট্টা ভো-কাট্টা কাটে টুপ টাপ,
একটার পর একটা পড়ছে ঝরে ঝুপ ঝাপ ।
******