সামনে দুর্গম পথ…
জীবন সংগ্রামের এই পথ
কখনো উঁচু, কখনো নিচু, কখনোবা কণ্টকে ভরা,
কখনোবা সোজা সরল ।
তবু বেশিরভাগ পথই জটিল
দিগভ্রষ্ট, পথভ্রষ্ট হলে চলবে না
সফলতায় যে পৌঁছাতেই হবে….
ভয় কি ?
কত উজ্জ্বল নক্ষত্র দেখিয়ে গেছে পথ
তারা কি কভু পেয়েছিল ভয়?
কত বাধা বিঘ্ন পেরিয়ে পৌঁছেছিল সফলতায়।
এখনো তাঁরা রয়েছেন…
মনের উজ্জ্বল আকাশে শত শত তারা হয়ে,
চেয়ে দেখো মনের আকাশটা…
ভরে গেছে আলোয় আলোয়,
সেই তারারা দেখাচ্ছে সামনে এগিয়ে চলার নিশানা,
চলো সবাই সেই নিশানা ধরে সামনে এগিয়ে
ভয় কোরো না কভু
আসবেই আসবে সফলতা, জয়।।
***