ওরে পাখি তুই বাঁধন ছাড়া, উড়িস আকাশ পানে
মনের সুখে বাঁধিস বাসা, ভরাস বাতাস মধুর গানে ।
কলকাকলিতে ভাঙ্গাস ঘুম, ভোরের রবির আলোয়
ঘুঁচাস সকল আঁধার কালো, সবটুকু ভালোায়,
গোধূলির রক্তিম আভার ছোঁয়ায়, ভরাস মুগ্ধতা
কিচিরমিচির আওয়াজে ফিরিস কুলায়, সুধায় অপরুপতা,
পরিবার নিয়ে সুখ-নিদ্রায়, থাকিস পরম মধুরতায় ।
তোর মত নেই কোনো সুখিজন ধরাতলে,
বেড়াস ঘুরে তুই হেথায় সেথায় সর্বস্থলে ।
কিশলয়ের সবুজ হাসি উদ্ভাসিত হোক, তোর গানের আনন্দে
সবাই পাই বাঁচার সুখ, বাঁধন হারা মুক্তি সানন্দে ।।