গোধূলি বেলায় সূর্যের লাল ছায়া
পড়েছিল উদাসী কোপাই নদীর জলে,
শুধু বসন্ত-বাতাসের শুষ্ক ছটায়
ছলছলে চোখে ভেসেছিল দু'জনের সুখ-সপন,
অনন্য বিহ্বলতার মাঝে শুধুমাত্র
তোমার ভালোবাসার কথা ভেবে
দুটি মন রচনা করেছিল স্বপ্নের কথাকলি
দু’কূল ছাপিয়ে উঠেছিল শুস্ক ঢেউ,
চোখ রেখে চোখ বুজে রক্তিম সুধা
গায়ে মেখে সব সুখ-দুখ শুষ্ক অনুরাগ ভাগ করে
অনুভবে গড়েছিলাম নতুন দিনের নতুন স্বপ্ন
সাক্ষী ছিল কোপাইয়ের ছলছল জলের লাল ছায়া ।
********