ত্যাগের মধ্যে আছে -
শান্তি, মুক্তির স্নিগ্ধতা, মোক্ষ লাভ,
আছে নিজের আত্মিক উপলব্ধির যথার্থতা ।

ত্যাগের মধ্যে খুঁজে পাওয়া যায় -
মনের আনন্দ, প্রাণের অস্তিত্ব,  
খুঁজে পাওয়া যায় গভীর শ্রদ্ধাযুক্ত মানবতা ।  

ত্যাগের মধ্যে রয়েছে -
জীবন-বোধ, মনুষ্যত্বের স্বরূপ,
পরমেশ্বরের কাছে যথার্থ পৌঁছানোর সততা ।
         *********