জগৎ জননী, তুমি মা সারদা
তোমার পায়ে জানাই শত কোটি প্রণাম,
সারা বিশ্ব জুড়ে তোমার সন্তানেরা
জয়গানে উচ্চারণ করে তোমার নাম ।
তুমি তাদের জোগাও ভরসা
তুমি মা জগন্মাতা,
শেখাও তাদের সহনশীলতা
তুমি যে মা পরিত্রাতা ।
আলোকবর্তিকার পথ দেখাও মা তুমি
ঐক্যের বন্ধনে, সত্যের পথে,
পাপের বিনাশে সমগ্র সমাজে
মানবতা আসুক চেপে বিবেকবোধের রথে ।।
***