তুই মা জগৎ-জননী সকল দুঃখ-হারিনী
আসিস এই ধরাধামে একটি বছর পরে,
বিশ্ব লোকের সবাই যে তোর সন্তান মাগো
বিপদনাশিনী হয়ে ভরসা দিস কলুষতা দুর করে ।
পথের ধারে ক্ষুধা-কান্নায় বসে আছে
তোর কত হত দরিদ্র সন্তান,
জীর্ণ পোশাকে তাকিয়ে থাকে তারা
একটু আশার তরে, মুখমণ্ডল সব ম্রিয়মাণ ।
মৃন্ময়ী হয়ে চিন্ময়ী রূপে তুই দেখ ওদের পানে চেয়ে
দুঃখ ভোলা ওদের মা, তোর পুজো করুক মনটা ভরে,
একটা বছর পরে যখন আসবি আবার এই ধরাধামে
তোর সন্তানরা তখন থাকে ভালো, যায় না যেন মরে ।।