মনুষ্য-জন্ম দিয়েছে বিধাতা
তাই, জ্বলে ওঠে তৃষ্ণার জ্বালা,
অসহিষ্ণু মন লোভাতুর হয়ে ওঠে
প্রাণের স্ফূরণ অতৃপ্তিতে গাঁথা-মালা ।
জেগে ওঠে লোলুপ বাসনা
অন্তর্ভেদী যন্ত্রণায় ছটফট করে বেরিয়ে আসে আর্তনাদ,
মর্মভেদী গুমড়ানো বাতাস করে আনচান
হতাশার বিস্ফোরণের তীব্র আওয়াজে ওঠে বজ্র-নিনাদ ।
কখনো তৃষ্ণার এক ফোঁটা জলে
ভরে ওঠে মন-সরোবর,
কখনো খেলে যায় এক মধুরতার ঢেউ
মর্মর ধ্বনিতে আকুল হয় সেথা সকল কলেবর ।
মানব জনমে তৃষ্ণা অনিবার্য
তবু সংযমে বাধা জীবন,
স্বল্পতে হতে হয় সন্তুষ্ট
তবেই সার্থক হয় মরণ ।
দমন হোক তৃষ্ণার জ্বালা
মনুষ্য-কামনার অবসান,
শান্তিতে ভরে উঠুক সারা পরিবেশ
পরিস্ফুটিত হোক মান-সম্মান ।।
******