তোর ভালোবাসায় মন হয় বসন্ত-রঙিন
শিমুল পলাশের উদ্ভাসিত আলিঙ্গনে,
উচ্ছ্বসিত হয় অনুভূতির আকাশ.....
বসন্ত আসে বারবার স্বপ্নের প্রাঙ্গণে ।
গুনগুনিয়ে ভ্রমরের আনাগোনা
দখিনা সমীরণে ভাসে প্রেমের গান,
সাত রাঙ্গা আবিরের অভ্যাসে....
তোর অনুরাগে বসন্ত আনে ভালোবাসার তান ।
খুশির পরশে কুহু কুহু রবে
প্রকৃতি মুখরিত সারাবেলা নতুন সাজে,
তুই যে থাকিস রাগ অনুরাগে.....
বসন্ত আসবে তোর ভালবাসার রাগিণী-রাজে ।।