কলমে-কলমে জেগে উঠছে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা,
কবির কলম অঝোরে কেঁদে চলেছে
গুমরে উঠছে কালির আঁচড়ে,
কাগজের পাতায় ফুঁটে উঠছে
শত সহস্র বেদনার ছাপ ।
কবি, তুমি এই ভাবেই পারো
অক্ষরে-অক্ষরে ভরিয়ে তুলতে
সামাজিক অবক্ষয়ের অবয়ব,
পারো, কাগজের কানায়-কানায়
অলঙ্করণ করতে প্রতিবাদের তপ্ত-চিত্রে,
নীরবে থেকো না কবি
চলতে দিও না সমাজের অনাচার
ব্যভিচার আর কঠিন নির্মমতা,
সৎ, নিস্পাপ লোকের আকুতির দিও দাম,
কলমের ছোঁয়ায় সার্থক হয়ে উঠুক
তোমার প্রতিবাদের ভাষা,
কারণ, প্রতিধ্বনির সুরে বেজে চলে
তোমার কলমের নৈসর্গিক ধ্বনি,
মনের দুয়ারে অন্যায়ের কষাঘাতে
ব্যাথায় কেঁদে ওঠে তোমার কলম ।।
***