তোমার খুশির নয়ন দুটি
সুরে সুরে উঠুক ভরে
সর্বক্ষণের আনন্দ আতিশয্যে
কালো আঁধারের পর্দা যাবে সরে ।

তোমার খুশির নয়ন দুটি
আকাশ নীল উচ্ছলতায় ভরপুর
সাগরের ঢেউ ত্রিভুবনে ওঠে জেগে
স্বপ্ন-সুধা মাখা মন্দিরার নূপুর ।  

তোমার খুশির নয়ন দুটি
কনীনিকায় পায় রাগ-অনুরাগের ছোঁয়া  
ভোরের একঝলক রোদের আলপনায়
ফাগুন হাওয়ার আসা যাওয়ার অপরূপ মায়া ।

তোমার খুশির নয়ন দুটি
হয়ে উঠুক চঞ্চল মঞ্জরী দীপ-শিখা  
হৃদয় ছায়ার আলোতে বাজুক  
অঙ্কুরিত কুসুম আলোক-দিখা ।।

            ***