তোমার কিঞ্জল চোখের গভীরে.....
ডুবে যাই অনন্ত আশার অনুরাগে,
ভাসে সেথায় শুধু প্রেমের ভেলা
কল্লোলিনী স্রোতে উচ্ছাস প্রাণে জাগে ।
তোমার কিঞ্জল চোখের গভীরে.....
সুশীতল ছায়ায় থাকি শান্তির নীড়ে,
সেথায় দেখি অজানা এক ভুবন
মুগ্ধ মায়ায় স্নিগ্ধ সৌরভের অঙ্গন ঘিরে ।
তোমার কিঞ্জন চোখের গভীরে---
নানান ফুলের বাহারে স্বর্গ-সুধার আচ্ছন্নতা,
তোমার আমার এক আকাশে
কেটে যায় এক লহমায় মনের বিষন্নতা ।।