আসে কত ঝড়, কত বিপর্যয়, হয় জীবন ছারখার
তবু হয় না স্বপ্নের শেষ, জেগে থাকে স্বপ্নালু আশা,
দিগন্ত জুড়ে ওঠে সূর্য, আসে তমসা ঘন রাত
তবু নতুন ঊষার রক্তিম অভ্যর্থনা জানায় জীবনের ভাষা ।
আলো-আঁধারির খেলায় থামেনা জীবনের গতি
সুখের পরে আসে দুঃখ, দুঃখের পর সুখ,
বেঁচে থাকার দীপ্ত আলোয় জেগে থাকে শুধু আশা
কালের গতিচক্রের বিবর্তনে ঘুরে যায় জীবনের মুখ ।
আসবে পঙ্কিল রেখার পথ, অতিক্রম করবে বহু জটিলতা
কভু টুটবে ঘুম, কভু কাটবে মলিনতা,
তবুও আশার আলোয় স্বপ্ন দেখে চলে মন
সামনে এগিয়ে যাবার প্রতিশ্রুতি দেয় স্বপ্নালু আশার শালীনতা ।।