কখনো কালো কখনো আলোছায়া
আঁধারে দিক ভ্রান্ত দিশেহারা,
আসবে হয়তো বিভ্রান্ত কাল-বোশেখী
ক্লান্তিতে মন হবে সর্বহারা ।

একদিন থামবে ঝড়, নামবে বৃষ্টি
আসবে শান্তির বারিধারা-স্নাত হরষ,
ক্লান্ত মন আবার উঠবে জেগে
দেখবে জগত নতুন খুশির পরশ ।।
          *******