বুক ফাটে, তবু মুখে আসে না কথা
পাথর-প্রতিমা হয়ে গেছে মা
চোখের কোণে জমে আছে জল
তবু নামেনা অবিশ্রান্ত ধারায় ।
সে জগৎ জননী, তবু বুকে বেঁধেছে পাথর
করুণ হাসিতে বোঝায় মনের ব্যাকুলতা
কুরে-কুরে খায় তার হৃদয়
তবু আসেনা আকাঙ্খিত চাওয়া ।
মায়ের ভাষা নীরব, তবু সোচ্চার হয়ে ওঠে
নির্জন পথ, বিসর্জনের প্রতিবাদে
তার বাহুর স্পন্দনে উদ্বেলিত হয় জনতা
তবু নির্মল বাতাস বয়ে যায় না প্রাণে ।
জানা নেই, তবুও একথা জানা
মুক্ত হবে কি তোমার শৃংখল ?
আকাশ-বাতাস কাঁপিয়ে দেবে কি বজ্র-নিনাদ ?
তবু সশব্দে জ্বলে যন্ত্রণার আগুন ।
মুক্তির স্বাদ, তবু পায় না মুক্তি
নীরব দর্শক তৃপ্তি খোঁজে বিবেকবোধে
ময়দানে নামে মায়ের চোখের জল মোছাতে
তবু বয়ে চলে চোখের জল অবিশ্রান্ত ধারায় ।।
          ***