তীর্থস্নানে আসে সবাই গঙ্গাসাগরে
পেরিয়ে বহু দুর্গম পথ,
আসে সেথায় কত সাধু-সন্ত
সাথে সাধারণ পুণ্যার্থীদেরও বিরাট লাইনের রথ।

হাজার হাজার লোক জমে সেথা
আলোক-মালায় সেজে ওঠে কপিল মুনির আশ্রম,
মকর-সংক্রান্তির পূণ্য লগনে
পূণ্যস্নান আনে সার্থকতা, বৃথা যায়না পরিশ্রম।

সবার মনে বিরাজ করে এক বিশ্বাস
পূণ্য-লগ্নে পূণ্য-স্নানে হয় সকল পাপ-ক্ষয়,  
বিভিন্ন তীর্থে গিয়ে সফল না হলেও
গঙ্গাসাগর তীর্থে একবারের পূণ্যেই হয় সকল জয়।।