আকাশ কাঁপিয়ে হঠাৎ বাদল মেঘের আনাগোনায়
ঝলমলে রোদ  মিলিয়ে যায় অনুরাগের ছোঁয়ায়,
ঘোমটায়  মুখ ঢাকে নীল আকাশ  
ঝমঝম বৃষ্টিতে ভরে ভুমিতল আঁধার-ধোঁয়ায় ।

তারপর,
হাওয়ার দোলায় কেঁপে ওঠে প্রকৃতি, উত্তুরে আমেজ  
জানান দেয়, বরণডালা সাজিয়ে আসছে শীত,
আকাশ-বাতাস ভরিয়ে মনিকাঞ্চন দেয় দোল,
শীতের গানে বয়ে যায় বাতাস, বেজে চলে নতুন গীত ।।

            ****