জীবন-আকাশে বিরাজমান ছিল অসংখ্য তারা
ভালবাসা, স্নেহ, স্নিগ্ধতায় ছিল না কোন বিরাম,
আলো-ঝলমলে সুখী গৃহকোণে
আনাগোনা ছিল শুদ্ধ বাতাসের অবিরাম ।
অসংখ্য মান-অভিমান, রাগ-অনুরাগে
চলত দিনরাতের পালা, ছিলনা অবসর,
জলতরঙ্গের হাসি-উচ্ছ্বাসে ভরতো সদা হৃদয়
জ্বলতো তারাগুলো, হয়ে একে অপরের দোসর ।
হঠাৎ মেঘের আঁচলে ঘনিয়ে এলো কালো আঁধার
প্রবল ঝড়ে তছনছ হলো সুখের ভবন,
ঘন-ঘন বজ্রপাতে অবশ হলো সারা শরীর
ঘূর্ণাবর্তের তীব্র আক্রমনে উথাল-পাথাল মন ।
একটার পর একটা তারা খসে গেল আচম্বিতে
সুখী গৃহকোণের ভালবাসা আকাশে অবিরত,
অসাড় মনে সেই তারাদের খুঁজে চলি বহুদূরে
অন্ধকারাচ্ছন্ন আকাশের মাঝে, না থেকে বিরত ।।
********