বৃদ্ধ বয়সের অন্ধের যষ্টি সন্তান যে সে,
অনেক কষ্টের লালন পালনের ফসল ও যে।
কভু হবেনা বোঝা তারা রাজার রাজা পিতা-মাতা,
সর্বত্রই তারা সর্ব দাতা-দাত্রি সর্ব পরিত্রাতা।

মাথায় তুলে রাখবে তাদের পেরিয়ে সকল বাধা-বিপত্তি,
আকাশ-সম তারা জন্মদাতা জন্মদাত্রী সর্ব অধিপতি।
সেথায় আছে সুখ, আছে শান্তি, অপার ভালবাসার মুগ্ধতা,
তারা যে সর্ববহা জনক-জননী, বুক ভরা অপরূপতা।।