নব আশায়
হৃদয় ভরানো
স্বপ্ন সুধা সুবাসে
ফুলের অলিতে স্নিগ্ধ,
ভালোবাসার পিপাসায়.....
বাড়িয়ে দুইটি হাত,
উষ্ণতায় রাঙিয়ে
সজল অশ্রুতে
সুপ্ত ভাষায়।।