দিঘির কালো জলে
গোধূলি রাঙ্গানো বেলায়,
নিছক আনন্দ ছলে
স্বপ্নেরা মাতে খেলায় ।

ভালোবাসার চাদরে আবৃত
দুটি মনের উচ্ছ্বাস,
ঘেরা প্রতিচ্ছবিতে আদৃত
শান্ত প্রকৃতির বিশ্বাস ।

সন্ধ্যা তারার উচ্ছলতায়
মেঘের অবিরত আনাগোনা,
বাতাসে ভাসা বিহ্বলতায়
ঘুঁচায় সকল মনবেদনা ।

রাতের নিবিড় আচ্ছন্নতায়
স্বপ্নেরা খোঁজে নীড়,
অনন্য আবেশের প্রচ্ছন্নতায়
নুয়ে পড়ে শির ।

আধফালি চাঁদের আলো
আঁকে আকাশের ক্যানভাস,
তুলির ছোঁয়ায় কালো
সুখের হরষের আভাস ।

শব্দেরা ছন্দ ভরায়
গাঁথে কবিতার মালা,
সোহাগী মন হারায়
বাঁধে জীবনের চলা ।।
       *****