স্বপ্নের ডানায় ভর করে
চলে মন বহু দূর
কখনো ধোঁয়াশা, কখনো আলোর স্ফুরণ
কানে ভেসে আসে অজানা বহু সুর ।
শহর থেকে গ্রামে
ধানের শীষ দোদুল দোলে সবুজ আন্দোলনে
বুক-ভরা নিঃশ্বাসের আনন্দে
পাখিরা কলকাকলিতে মুখরিত হয় নিজস্ব চলনে-বলনে ।
হারিয়ে যাই আকাশ মাঝে
অথবা বনতলের সুশীতল ছায়ায়
কখনো বা পাহাড়ের চূড়ায়
নতুবা সাগর তটের বালুর মায়ায় ।
এক পশলা বৃষ্টির ছাটে
মেঘের নিনাদে ছড়ানো অভিমানে
স্নিগ্ধ অনুভূতিতে চোখ দুটি খুলে যায়
এ কি ! স্বপ্নের মোহজাল ভাঙ্গে আবদ্ধ সুর-তানে ।।