সূর্য ডুবে গেলে
আঁধার ঘনায় প্রকৃতির বুকে,
কালো নিকষ অন্ধকারে শুরু হয়
অন্ধকার-বাহিনীর আনাগোনা
চলে রঙিন-জল উৎসব,
এরা কিন্তু ঠিক মানুষ নয়
মানুষরূপী শৃগালের দল।
সমাজের সুন্দর দিকগুলোকে ভুলে গিয়ে
এরা হাতে তুলে নেয় বিষের পাত্র
যে বিষের দ্বারা তারা অচিরেই ধ্বংস হয়
সমাজকেও নিয়ে যায় ধ্বংসের পথে।

চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই
এ-সকল কাজকর্ম ঘটিয়ে চলে অহর্নিশ।
প্রশ্ন, কবে আসবে এদের আত্ম-সচেতনতা?
আসবে মানবিক মূল্য-বোধ?
সূর্যাস্তের পর যেমন ঘন আঁধার নামে
ঠিক তেমনই আসে আঁধারের পর সূর্যোদয়,
তাই প্রশ্নটা কিন্তু থেকেই যায়….
অন্ধকারের অনুপ্রেরণা কাটিয়ে এরা কি পারবে
চাঁদের আলোয় ভরিয়ে তুলতে সমাজের অবক্ষয়?  
পারবে গড়ে তুলতে অন্ধকার-পৃথিবীর মাঝে
এক সুস্থ-সরল আলোর রেখা ?
            ***