আজ তুমি কত দূরে...
বহু যুগ ভরিয়েছো মোদের প্রাণ সুরে সুরে ।
আকাশে বাতাসে বাজে মুগ্ধতার ধ্বনি
সুদূর হতে আসে তব অপরূপতার বাণী।
তুমি ওগো কন্ঠ-কিন্নরী বিশ্ব-বন্দিতা
আছো জুড়ে সব মনে জগৎ নন্দিতা ।
আঁধার কাটে সুরের মূর্ছনায় জননী মঙ্গলময়ী
মাধুর্যভরা সুরে ঐক্যের বন্ধনে বেঁধে রেখেছো মমতাময়ী।।
*****
(কন্ঠ কিন্নরী শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর স্মরণে)