সুরের সুললিত ছন্দে.........
বেজে ওঠে অসংখ্য রাগ রাগিণী,
আশাবরী, ভিমপলশ্রী, বেহাগ
জয়-জয়ন্তী,কাফী, সারং বৃন্দাবনী ।
আরোহন-অবরহনের সরগম উচ্ছাসে
সর্ব কালের সর্ব ভূবন মোহিনী সাধনা,
ধ্রুপদ, খেয়াল, সাদ্রা, তারানা, ঠুমরী, টপ্পা
ঠাট, মীর, গিট-কিরি, গমকের আনাগোনা ।
তালের আতিথ্যতায় বাজে বহুমুখী বৈচিত্রতা
কাহারবা, দাদরা, তেওড়া, রূপক,ষষ্ঠী, দোবাহার,
একতাল, ত্রিতাল, পটতাল, ঝাঁপতালের মাত্রা লয়ের কথা
সুর-লহরির আলাপ অলংকরণের বহুমূখী বাহার ।
গীত-বাদ্য-নৃত্যের মিলনে সুসংবদ্ধ শ্রবণ কলা
মধুরময় আবেগ, বিনোদনে সর্বময় মুগ্ধতা,
সুখ-দুঃখ হাসি-কান্না প্রেমময় প্রশান্তির অগ্রদূত
সঙ্গীতে বাজে ঝঙ্কার, আনয়নে মনের সর্ব মাধুর্যতা ।।
***
( বিশ্ব সঙ্গীত দিবসে আমার শ্রদ্ধার্ঘ )