নীরবতার পাহাড় ভেঙে চলেছি তো চলেছিই
শুদ্ধতা খুঁজে পেতে স্তব্ধতার মাঝে,
আবিষ্কার করতে চেয়েছি এক নব পৃথিবীর অস্তিত্ব
মাথাকুটে মরেছি জীবনের কঠিন বাস্তবতা সকাল-সাঁঝে ।
পাইনি সে শুদ্ধতার খোঁজ
চেয়েছি আকুলতার সাথে আকাশ পানে,
বাতাসের কানে-কানে বাঁধতে চেয়েছি সত্যতার নবরূপ
ফিরে এসেছি হতাশ হয়ে অচেনা এক টানে ।
ধ্বংস হয়েছে মনের পাহাড়
ক্লান্তিতে শুকিয়েছে সমুদ্রের জল,
ক্ষয়িষ্ণু পৃথিবীতে হয়েছে ক্রমশ: মন-ক্ষয়
অযাচিত মৃত্যু লীলায় হারায় মনের বল ।
তবু বিবেকবোধ ঘটায় পরিবর্তন
তুচ্ছ হোক মৃত্যু ভয়, জাগুক মানব-চিত্ত,
আছে জয়, অটুট থাকবে মনের চেতনা
পরাজিত হবে সংশয়, ভাঙবে সকল বরাভয় নিত্য ।।
***