স্তব্ধতারও মানে আছে -
সেথা আছে শান্তি, মুক্তির স্নিগ্ধতা,
আছে নিজের আত্মিক উপলব্ধির যথার্থতা ।
স্তব্ধতারও মানে আছে -
যেখানে খুঁজে পাওয়া যায় অপার আনন্দ,
অজানাকে জানার পরমানন্দ ।
স্তব্ধতারও মানে আছে -
নিজের মনের চাহিদা নতুন ভাবে খোঁজার,
নিজের প্রাণের অস্তিত্বের স্বরূপ নতুন করে জানার ।
স্তব্ধতারও মানে আছে -
মনের গ্লানির অবসান ঘটিয়ে এক নীরবতার
জীবনের আঁধার ঘুঁচিয়ে জয়গান গায় স্তব্ধতার ।।
*********