চাপ চাপ অন্ধকার,
সুদীর্ঘ এক পথে
চলেছি তো চলেছিই
চারিদিকে নেই কোন আলোর আভাস ।
কুঁড়ে কুঁড়ে খায় অজস্র যন্ত্রণা,
হতাশার কড়া অঙ্গুলির নির্দেশে
বাঁচার শেষ আশাটুকুও বিলুপ্ত
জনশূন্য এ পথ হবে না শেষ ।
জ্ঞানহারা অব্যক্ত ব্যথা,
সুপ্ত অন্তরের বিহ্বলতায়
চমক ভাঙ্গে আকাশের ক্ষীণ ছায়াপথে
এক বিন্দু আলোর ছোঁয়া ।
জাগে অদ্ভুত শিহরণ,
আশায় বুক বেঁধে চলি
নতুন মনে নতুন আশায়
সরু আলোর পথ ধরে ভাঙ্গব অন্ধকারের স্তব্ধতা ।।