স্তব্ধ দুপুর
আগুন রোদ্দুর
লাল শিখায় ভরে ,
শিমুলের হাসি ঝরে
সোহাগে টাপুর টুপুর।
নানান সাজে আকাশ,
উঠল মেতে ঝড়ে
ঝরলো বাদল
বাজে নুপুর।।