কালো ঘন মেঘে ছেয়ে আছে জন-আকাশ,
কঠিন বাস্তবতার নিরিখে নির্মমতা
যেন কুরুক্ষেত্রের মাঠ, ছারখার চারিপাশ ।
তবু তার মাঝে আছে অনন্য এক আলোর রেখা,
সে আর কেউ না, এযুগের অভিমন্যু
তার সত্যনিষ্ঠার তীরের ফলা, সদা যায় দেখা ।
প্রতিহত করবে সে সব পাপ অনাচার,
আসবে বাধা তবু থামবে না
লড়বে, যতই আসুক অন্যায় অবিচার ।
তীরের ফলায় ধ্বংস হবে কলুষিত যারা,
মিথ্যা-প্রবঞ্চনার আশ্রয় হবে অন্তরাল-গৃহে
সারা আকাশ জুড়ে নামবে শান্তির বারিষ ধারা ।  
           *******