মহাজ্ঞানী মহাজন চিরস্মরণীয় হয়ে আছেন সারাটা জীবন
তাঁদের মহৎ বাণী, মহৎ মত করি তাঁদের অনুসরণ,
আসবেনা কোন বিফলতা এ ধরার বুকে
যে পথে আছে সত্য  
আছে মিথ্যার বিনাশ
আছে হিংসার অবসান ।
সত্য খুঁজে দেয় শান্তির দিশা
তাঁদের দেওয়া মহামন্ত্র-পথ
কখনো না যেনো ভুলি ।
এ ধরা তলে এসেছি মোরা
দু’দিনের তরে সমাজের মঞ্চে,  
যেদিন পড়বে শেষ নিঃশ্বাস
যাব সবাই পর-পারের ডাকে
কিছুই যাবে না সাথে,
সব পড়ে রবে ধূলিকণায় মিশে
এ কথা কভু যেন না ভুলি মোরা
সদা সত্য পথের পথিক হয়ে
রেখে যাব শুধু ভালোবাসা সবার তরে ।।
          ******