সহজ সরল মানুষ
বোঝে না কোনো জটিলতা সে,
চাষ করে মালিকের জমি
ফসল ফলিয়ে আনন্দ পায় যে ।
পাকা ধান হয় কাটা
তোলে সোনার ফসল কর্তার ঘরে,
পরিশ্রমের বিনিময়ে দু’মুঠো পেয়ে
হাসিতে গরব পড়ে ঝরে ।
নদীর স্রোতের মত সময় যায় বয়ে
আর ডাক পড়েনা মালিক থেকে,
কাজের কথা বলতে গেলে
মালিক তারে বিদ্রুপ করে হেঁকে।
পরদিন আসে সে যোগ্য আর্জি নিয়ে
তবু গলাতে পারেনা কর্তার মন,
ভাবে চাষা, সে কি সত্যিই বোকা?
এবার তাকে বুঝতে হবে, দেখবে সর্বজন।।
***