মা তাঁর অপার ভালবাসায়
সন্তানদের জড়িয়ে ধরে খুশির পরশে,
সন্তান-স্নেহে আপ্লুত পুষি মা
ভুলে যায় জাগতিক দুঃখ মাতৃত্বের হরষে।

পশু,পক্ষী সবার মধ্যে জাগরুক মাতৃত্ববোধ  
নিয়ে যায় আপন গতিতে এক স্বর্গ-সুধায়,
মা তাঁর অনন্য প্রতিপালনতায়
সন্তানদের ক্ষুধা মেটায়, নিজে থাকে ক্ষুধায়।

          ***