সন্ধ্যায় আলো করে ফুটে ওঠে তারা অপরূপায়
বাগানের পাশে ঝোপের আড়ালে উঁকি দেয় স্বরূপায়,
লাল সাদা হলুদ রূপের মাঝে কত আকুলতা
কেউ ভালবাসে, কাহারো বাঁকা চোখে তাচ্ছিল্য বিরূপতা,
পরম শোভায় উদ্বেলিত হয়ে তাকিয়ে থাকে মুগ্ধতায়
গোধূলি লগনে ভালবাসা জাগায় কোমল পরশের স্নিগ্ধতায়,
সন্ধ্যামালতি, সন্ধ্যা-তারার আলো নিয়ে থাকে সর্বজিতায় ।