হৃদয়ের গভীরে
যত্ন করে রাখা কিছু কথা
ধীরে ধীরে সঞ্চিত হওয়া ভালোবাসা
এখন অস্ফুট অব্যক্ত ব্যাথা ।
স্মৃতিতে মোড়ানো ভালোবাসা
নির্যাস হওয়া মৌমাছির মৌতাত
মনের অন্দরে ক্ষুব্ধতায় জ্বলে
‘ভালোবাসা’ করে চলে অশ্রুপাত ।
‘ভালোবাসা’ তবু হয় না ‘ভালোবাসা’
পায় না ভালো বাসার হদিশ
আশায় আশায় দিন কেটে যায়
সঞ্চিত থাকা ‘ভালোবাসা’ যেন হয়না কভু বিষ ।